আর মাত্র কয়েকটা দিন, তারপরেই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2025) । পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) জানিয়েছে, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২ মে, বৃহস্পতিবার। সকাল ৯টা নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। তারপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
Madhyamik Result 2025 কোথায় কোথায় দেখা যাবে?
পর্ষদের পক্ষ থেকে এও জানানো হয়েছে, যাতে একসঙ্গে অনেকে রেজাল্ট দেখতে গেলে সার্ভারে চাপ না পড়ে, সে কারণে একাধিক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখার ব্যবস্থা রাখা হয়েছে। নিচে দেওয়া হল সমস্ত লিংক:
রেজাল্ট চেক করার অফিসিয়াল ওয়েবসাইটগুলি:
- https://result.wbbsedata.com
- https://wb10.abplive.com
- https://www.indiaresults.com
- https://www.results.shiksha
আরো পড়ুন: Wbchse result 2025: উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কবে প্রকাশিত হবে দেখে নিন
- https://fastresult.in
- https://iresults.net
- https://www.jagranjosh.com
- https://sangbadpratidin.in
- https://bangla.hindustantimes.com
- https://tv9bangla.com
- https://ndtv.com
- https://indiatoday.in/education-today
মোবাইল অ্যাপ যেগুলিতে রেজাল্ট দেখা যাবে:
- FastResult App
- iResults App
- Results.shiksha App
- EduTips App
পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানান, “আমরা ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করেছি। যাতে কেউ কোনও অসুবিধায় না পড়ে, তাই একাধিক প্ল্যাটফর্মে রেজাল্ট প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, “রেজাল্টের সময় যদি কোনও ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হয়, তাহলে আতঙ্কিত না হয়ে বিকল্প লিংকে চেষ্টা করতে হবে।”
মার্কশিট ও সার্টিফিকেট কবে পাওয়া যাবে?
অনলাইনে রেজাল্ট দেখার পাশাপাশি পরীক্ষার পরে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে প্রতিটি স্কুল নিজস্ব ক্যাম্প অফিস থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।