রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সম্প্রতি নানা জল্পনা শুরু হয়েছিল। ডিএ মামলায় রাজ্য সরকারকে বকেয়া প্রদান সংক্রান্ত হাইকোর্টের নির্দেশের পর অনেকেই আশঙ্কা করছিলেন যে এই জনপ্রিয় প্রকল্প হয়তো বন্ধ হয়ে যাবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ঘোষণা সেই আশঙ্কার অবসান ঘটাল।
মমতার বার্তা: “সারাজীবন চলবে লক্ষ্মীর ভাণ্ডার”
উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ির প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে প্রথম আমরাই চালু করেছিলাম। এই প্রকল্প সারাজীবন চলবে।” তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের এই প্রকল্প এখন অনেক রাজ্য অনুকরণ করছে, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে কেউ বাস্তবায়ন করতে পারেনি। “ভোটের আগে অনেক কিছু বলা হয়, কিন্তু পরে ভুলে যায়। আমরা যা বলি, তা করে দেখাই।”
বাড়লো ভাতা, দ্বিগুণ পেলেন উপভোক্তারা
প্রকল্পের শুরুতে সাধারণ মহিলাদের জন্য ৫০০ টাকা ও তফসিলি জাতি/উপজাতির মহিলাদের জন্য ৬০০ টাকা ভাতা দেওয়া হতো। পরে এই ভাতা দ্বিগুণ করে যথাক্রমে ১০০০ ও ১২০০ টাকা করা হয়েছে। এতে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন এবং সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন।
ডিএ মামলার জেরে রাজ্য সরকার অর্থনৈতিক চাপে পড়লেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “মা-বোনেদের স্বার্থে কোনওভাবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না।”