Bangla Awas Yojana: লিনটন শেষ করলেই দ্বিতীয় কিস্তির টাকা, মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা

পশ্চিমবঙ্গ সরকারের “বাংলার ঘর” (Bangla Awas Yojana) প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে রাজ্যের জেলাশাসকদের কাছে অর্থ বরাদ্দ পাঠানো শুরু করেছে। মে মাসের মধ্যেই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

কে পাবেন দ্বিতীয় কিস্তির টাকা?

  • যাঁরা তাঁদের ঘরের নির্মাণকাজ লিনটন পর্যন্ত সম্পূর্ণ করেছেন, তাঁরা এই অর্থপ্রাপ্তির জন্য যোগ্য।
  • যাঁরা এখনো ওই পর্যায় পর্যন্ত কাজ শেষ করতে পারেননি, তাঁদের আগে নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।
  • প্রায় ৮ লক্ষ উপভোক্তা এই কিস্তির টাকা পেতে চলেছেন।

আরো পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত ভাতা কবে পাবেন? জানুন নতুন তারিখ

বাংলার ঘর প্রকল্পে কত টাকা বরাদ্দ (Bangla Awas Yojana)

কিস্তিপরিমাণঅবস্থান
প্রথম কিস্তি₹৬০,০০০ডিসেম্বর ২০২৪ (ছাদ পর্যন্ত কাজ)
দ্বিতীয় কিস্তি₹৬০,০০০মে ২০২৫ (লিনটন পর্যন্ত কাজ শেষ)

মোট: ₹১,২০,০০০ প্রতি উপভোক্তা

Bangla Awas Yojana: লিনটন শেষ করলেই দ্বিতীয় কিস্তির টাকা, মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা
Bangla Awas Yojana: লিনটন শেষ করলেই দ্বিতীয় কিস্তির টাকা, মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা

পঞ্চায়েতমন্ত্রী জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি নজরে রেখেছেন। আমরা মে মাসের মধ্যেই উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।” অনেক গরিব পরিবারের ঘর নির্মাণের কাজ আর্থিক কারণে আটকে ছিল। এই নতুন কিস্তি আসায় উপভোক্তারা কাজ শেষ করে বর্ষার আগেই ছাদ পেতে পারবেন বলে আশাকরা যায়।

Leave a Comment